২৫শে ফেরুয়ারী,২০১৬ সালে ইউনিয়নটি পুনগঠিত হয়। সাবেক উথলী ইউনিয়ন বিভক্ত হয়ে (১) উথলী (পূনগঠিত) ,(২) মনোহরপুর
( নবগঠিত) (৩) কেডিকে (নবগঠিত) হয়।
০১। ইউনিয়ন পরিচিতি :
(ক) ইউনিয়নের সীমানা : এই ইউনিয়ন পরিষদের পূর্বে কেডিকে ইউনিয়ন, পশ্চিমে ভারত, উত্তরে উথলী
ইউনিয়ন, দক্ষিনে জীবননগর পৌরসভা অবস্থিত।
(খ) স্থাপনাকাল : ২৫শে ফেরুয়ারী,২০১৬ খ্রীঃ
(গ) জেলা/উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থা : সড়ক যোগে(মোটরযান,ভ্যানরিক্সা,ইজিবাইক) এখান থেকে সহজে যাতায়াত করা যায়। জেলা
সদর থেকে এ ইউনিয়নটি ২৭ কিঃ মিঃ দূরে অবস্থিত।
০২। ইউনিয়ন পরিষদ পরিচিতি ও ভৌগলিক অবস্থান :
(ক) আয়তন : ১৮.৫৯বর্গ মিটার (খ) লোক সংখ্যা : পুরুষ :৭৫৯০ জন মহিলা :৭৬৭৬ জন মোট :১৫,২৬৬ জন
(গ) গ্রামের সংখ্যা : ০৭টি (ঘ) মৌজা সংখ্যা : ০৫টি (ঙ) হাট/বাজারের সংখ্যা : ০২টি (চ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা :৮টি (ছ) কলেজ :নাই
মাদ্রাসা :০১টি মাধ্যমিক বিদ্যালয় :০২টি প্রাথমিক বিদ্যালয় : ০৫টি ।
০৩। প্রশাসন সংক্রান্ত :
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম, কার্যকাল ও জীবনবৃত্তান্ত :
চেয়ারম্যানের নাম |
কার্যকাল |
জীবনবৃত্তান্ত |
মোঃ সোহরাব হোসেন খাঁন |
১২-০২-২০১৮ ইং |
পিতার নামঃ মোঃ গোলাম হোসেন খাঁন মাতা মৃত- ছিরু খানম গ্রামঃ মনোহরপুর পোঃ খয়েরহুদা উপজেলাঃ জীবননগর, জেলাঃচুয়াডাঙ্গা শিক্ষাগত যোগ্যতাঃ অষ্ঠম শ্রেনী পাস । জন্ম তারিখ০১/৫/৬৪ ইং বয়সঃ ৫৪ বছর। সন্তানঃ ০৩টি(মেয়ে ২টি, ছেলে ১টি) পেশাঃ ব্যবসা, ধর্মঃ ইসলাম, জাতীয়তাঃ বাংলাদেশী আইডি নং- ১৮১৫৫৭৬৫২০৬৭৯ । |
০৬। ইউনিয়ন পরিষদ ভবন/ঘরের বিবরণ :
(ক) খতিয়ান ও দাগ নম্বরঃ ০৫ / ৪০৪,৪০৭
(খ) অপিস আঙ্গিনায় জমির পরিমাণ :০.৫৪৫০( একর)
(গ) আর কোন জমি বা সম্পত্তি আছে কিন্ ? হ্যাঁ
(ঘ) ইউপি কার্যকালের প্রকৃতি ও কক্ষ সংখ্যা : ১২টি
(ঙ) নির্মান/মেরামতের তারিখ : ১১/৪/২০১০ ইং।
জনবল পরিস্থিতি :
(ক) বর্তমান সচিবের বিবরণ :
ক্রমিক নং |
সচিবের নাম ও পদবী |
শিক্ষাগত যোগ্যতা |
জন্ম তারিখ |
চাকুরিতে যোগদানের তারিখ |
বর্তমান ইউপিতে যোগদানের তারিখ |
প্রশিক্ষণের বিবরণী |
||
০১ |
মোঃ লিয়াকত আলী পিংমৃত-মফিজউদ্দীন, দর্শনা কলেজ পাড়া, দর্শনা, চুয়াডাঙ্গা |
বি,এ পাস |
০৫-০২-১৯৭৩ |
০১-০৭-১৯৯৪ |
২৫-০১- ১৮ |
প্রতিষ্ঠান/সংস্থা |
কোর্সের নাম |
মিয়াদকাল |
১। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কর্তৃক। |
বেসিক কম্পিউটার প্রশিক্ষন |
১০ দিন
|
||||||
০২। এন আই এলজি ও জেলা প্রশাসকের উদ্যোগে |
বিশেষ কোর্স |
০৩দিন |
||||||
৩। স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসকের উদ্যোগে |
Mis বিষয়ক কোর্স |
০২ দিন |
(খ) গ্রাম পুলিশের বিবরণ :
পদবী |
মঞ্জুরীকৃত পদ |
কর্মরত পদ |
শূন্য পদ |
শূন্য থাকলে কারণ
|
মন্তব্য |
গ্রাম পুলিশ |
১০ |
১০ |
০০ |
- |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS